সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কথিত সাংগঠনিক সম্পাদক আছিয়ার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাবি ছাত্রদলের কথিত সাংগঠনিক সম্পাদক আছিয়ার নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন এক নারীর ব্যক্তিগত ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Msr Riya K’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ২৬ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৫ সেকেন্ড সময়ের দীর্ঘ এই মূল ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।

পাশাপাশি, অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে উক্ত নারীর ব্যক্তিগত মূহুর্তের একাধিক (এক, দুই, তিন) ভিডিও’র অস্তিত্ব পাওয়া যায়। ভিডিওগুলোর ক্যাপশন এবং বাকি কনটেন্ট পর্যবেক্ষণে জানা যায়, ভিডিওগুলো বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা এডাল্ট (১৮+) ভিডিও।
পরবর্তীতে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুসন্ধানে ‘আছিয়া’ নামে কোনো সাংগঠনিক সম্পাদক পদধারীর নাম পাওয়া যায়নি। বরং, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নূর আলম ভূঁইয়া ইমনের নাম দেখতে পাওয়া যায়।
এছাড়া, বিষয়টি অধিকতর নিশ্চিতে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। এসময় আছিয়া নামের কেউ ঢাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে নেই বলে তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়গুলো শনাক্ত করে ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর গোসলের আপত্তিকর দৃশ্য সংগ্রহ করে তা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কথিত সাংগঠনিক সম্পাদক আছিয়ার ব্যক্তিগত মূহুর্ত দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Msr Riya K: Facebook Video
- Msr Riya K: Facebook Video (1)
- Msr Riya K: Facebook Video (2)
- Msr Riya K: Facebook Video (3)
- Jahangir Alam: Facebook Post
- Rumor Scanner: এডাল্ট কনটেন্ট





আপনার মতামত লিখুন :