১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই লকডাউন কর্মসূচির সমর্থনে নারায়ণগঞ্জ ছাত্রলীগ রাস্তায় মিছিল করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি নারায়নগঞ্জে ছাত্রলীগের কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ১৮ মে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্ত এবং সুষ্ঠ বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ‘কাঠেরকেল্লা’ নামের একটি পেজে চলতি বছরের ১৯ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্ত এবং সুষ্ঠ বিচার এর দাবিতে বিক্ষোভ কর্মসূচির ভিডিও এটি।
এই সূত্র ধরে অনুসন্ধানে নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদমাধ্যম Narayanganj Post এর ওয়েবসাইটে গত ১৮ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ১৮ মে রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা।
অর্থাৎ, এটি আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সমর্থনে নারায়নগঞ্জ ছাত্রলীগের মিছিলের দৃশ্য নয়, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্য এক খবরে জানা যায়, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার থেকে দলটির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় দৈনিক নয়া দিগন্ত জানিয়েছে, লকডাউনের প্রভাব পরেনি নারায়ণগঞ্জে।
সুতরাং,ছাত্রদল নেতা সাম্যের হত্যা মামলার তদন্ত এবং সুষ্ঠ বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির ভিডিওকে নারায়নগঞ্জ ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Katherkella : Facebook video
- Narayanjganj Post : Website News





আপনার মতামত লিখুন :