মায়ের কুকীর্তি ফাঁস করে ভাইরাল কেক বিক্রেতা সিমির মেয়ের বক্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন | 777
মায়ের কুকীর্তি ফাঁস করে ভাইরাল কেক বিক্রেতা সিমির মেয়ের বক্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

মায়ের কুকীর্তি ফাঁস করে ভাইরাল কেক বিক্রেতা সিমির মেয়ের কথিত বক্তব্য দাবিতে একটি ভিডিও অনলাইনে প্রচার করা হয়েছে। ভিডিওতে কথিত সিমির মেয়েকে বলতে শোনা যায়, ‘আজকে আমি আমার মায়ের সব কুকীর্তি আর নোংরামি ফাঁস করে দিতে এখানে আসছি। আমার মা আমার বাবাকে নির্যাতন করে। আমার বাবা চায় না যে আমার মা কেক বিক্রি করুক। আমার মা অন্য পুরুষের সাথে পরকীয়া করে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে ২৪ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ২৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘AI CANVAS’ নামের এক ইউটিউব চ্যানেলে গত ২২ অক্টোবরে সম্ভাব্য মূল ভিডিওটি পোস্ট হতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে ‘ai’ ট্যাগ ও ‘বিকৃত বা কৃত্রিম কনটেন্ট’ এর লেবেলের সংযুক্তি পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ইউটিউব চ্যানেলটির বায়ো পর্যবেক্ষণ করলে তাতে উল্লেখ পাওয়া যায়, চ্যানেলের প্রতিটি ভিডিও তৈরি করা হয়েছে আধুনিক AI টুলস ও চ্যানেল পরিচালকের নিজস্ব ক্রিয়েটিভ এডিটিং এর সমন্বয়ে। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলেও সিমির মেয়ের ত্বক, অঙ্গভঙ্গি, ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্য তৈরি কনটেন্টে দেখা যায়। এছাড়াও, চ্যানেলের বাকী আরও ভিডিও পর্যবেক্ষণ করলেও তা এআই দিয়ে তৈরি কনটেন্ট বলে প্রতীয়মান হয়।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফ্রেমের বিষয়ে অনুসন্ধানে ‘Star Update24’ নামের একটি ফেসবুক পেজে গত সেপ্টেম্বরঅক্টোবর মাসে প্রচারিত প্রায় ১০-১৫ সেকেন্ডের কয়েকটি ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওর এঙ্গেল ও পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে এসব ভিডিওর ফ্রেমের প্রেক্ষিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও তৈরি করা হয়েছে।

Comparison : Rumor Scanner

‘Star Update24’ এর এসব ভিডিওতে সিমির মেয়ে জানান, তিনি দশম শ্রেণিতে পড়াশোনা করেন, তার মায়ের কেক রান্নার প্রশংসা করেন এবং দুজন মিলে কেক বানানোর কথাও উল্লেখ করেন। তবে এই ভিডিওতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে বলা কথাগুলোর উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮৮.৪ শতাংশ বলে জানা যায়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ভাইরাল কেক বিক্রেতা সিমির মেয়ের তার মায়ের কথিত কুকীর্তি ফাঁস করার আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আর্কাইভস

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031