গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “সংসদ ভবন এলাকা রণক্ষেত্র” ক্যাপশনে ১৩ নভেম্বর একটি ভিডিও প্রচারিত হয়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১৩ নভেম্বরের নয়। প্রকৃতপক্ষে, এটি গত ১৭ অক্টোবর সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘প্রতিদিন খবর’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৭ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে সংসদ ভবন এলাকা। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির পুরোপুরি সাদৃশ্য রয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের ওয়েবসাইটে ১৭ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ওইদিন জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকায় দেয়াল টপকে ঢোকার পর ‘জুলাই যোদ্ধাদের’ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে দেয়। সতর্কবার্তার পর পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন ‘জুলাই যোদ্ধা’ আহত হয়ে হাসপাতালে যান। পরে তারা বাইরে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
মূলধারার একাধিক গণমাধ্যম ১৭ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করেছে (১,২,৩)। তবে ১৩ নভেম্বর সংসদ ভবন এলাকায় অনুরূপ কোনো সংঘর্ষ বা উত্তেজনার ঘটনা ঘটেছে এমন তথ্য বা প্রতিবেদন গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, ১৭ অক্টোবর সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে হওয়া সংঘর্ষকে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন উপলক্ষ্যে সংঘটিত সংঘর্ষ হিসেবে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Protidin Khobor – Facebook Video
- Kaler Kantho – সংসদ ভবন এলাকায় ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া





আপনার মতামত লিখুন :