১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই কর্মসূচীকে কেন্দ্র করে সম্প্রতি প্রচার হওয়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, মিরপুর ১০ এ জনতার ক্ষোভে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালীন মিরপুরে পুলিশ বক্সে আগুনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক সংবাদমাধ্যম একাত্তর টিভি এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, মিরপুর-১০ এর পুলিশ বক্সে আগুনের ভিডিও এটি।
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এর এক প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ২০২৪ সালের ১৮ জুলাই দুপুরের দিকে পুলিশ বক্সের অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
অর্থাৎ, এই ভিডিওর সাথে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো সম্পর্ক নেই।
পরবর্তী অনুসন্ধানে মিরপুর ১০ নম্বরে পুলিশ বক্সে সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালে কোটা আন্দোলন চলাকালীন মিরপুরে পুলিশ বক্সে আগুনের ভিডিওকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor Tv: Youtube Video





আপনার মতামত লিখুন :