১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই কর্মসূচীকে কেন্দ্র করে অন্তত গত ১১ নভেম্বর থেকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের বিশাল মিছিল দেখে সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে।
প্রচারিত ভিডিওর শুরুতে সেনাবাহিনীর গাড়ি পেছনে নিতে দেখা যায় এবং এরপর একটি মিছিলের দৃশ্য দেখা যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দেখে সেনাবাহিনীর গাড়ি চলে যাওয়ার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে এটি সেনাবাহিনীর গাড়ি ঘোরানোর একটি ভিডিওর সঙ্গে ভিন্ন আরেক মিছিলের ভিডিও সংযুক্ত করে তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করলে ভিডিওর শুরুতে সেনাবাহিনীর গাড়ি পেছানোর দৃশ্যে ‘STREET CONVERSATION’ নামের একটি লোগোর সংযুক্তি পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘Street Conversation’ নামের এক ফেসবুক পেজে গত ৪ অক্টোবরে প্রচারিত এক ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর দিকের অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত সেনাবাহিনীর গাড়ি পেছানোর দৃশ্যের মিল পাওয়া যায়।

ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর দুটি গাড়ি ঘোরানো হচ্ছে। তবে পোস্টে ভিডিওটির স্থান, সময় বা প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। ভিডিওতে কোনো মিছিলের উপস্থিতিও দেখা যায় না। পাশাপাশি, প্রদর্শিত মিছিলের দৃশ্যের সঙ্গে সেনাবাহিনীর গাড়ি ঘোরানোর দৃশ্যের তুলনায় পারিপার্শ্বিক পরিবেশেও অমিল লক্ষ্য করা যায়।

পরবর্তীতে মিছিলের দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে ‘offline12a17’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে গত ১৪ সেপ্টেম্বরে প্রচারিত এক ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওর অডিও হিসেবে মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর এক সংবাদের অডিও সংযুক্ত করা হয় যেখানে বলা হয়, ‘ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও দুই মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।..’ তবে, ভিডিওতে সেনাবাহিনীর গাড়ি পেছানোর কোনো দৃশ্যের সংযুক্তি পাওয়া যায়নি। এছাড়াও, উক্ত ভিডিওতে স্থান হিসেবে উল্লেখ করা হয়, ‘হামিরদী বাসস্ট্যান্ড’। পরবর্তীতে সংসদীয় আসনের সীমানার বিষয়ে হামিরদীতে মিছিলের ভিডিও দাবিতে নানা ভিডিও গত সেপ্টেম্বরে প্রচার হতে দেখা যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের ভিডিওতে প্রদর্শিত পারিপার্শ্বিক অবস্থার মিল পাওয়া যায়।
এ বিষয়ে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে ভাঙ্গার অবরোধ নিয়ে সেসময়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফরিদপুর-৪ আসন এত দিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এলাকায় বিক্ষোভ করেন।
অর্থাৎ, সেনাবাহিনীর গাড়ি পেছানোর দৃশ্য ও হামিরদীর মিছিলের ভিডিও প্রকৃতপক্ষে দুই ভিন্ন ঘটনার পৃথক ভিডিও।
সুতরাং, ভিন্ন দুই ঘটনার ভিডিওর দৃশ্য ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একত্রে সংযুক্ত করে আওয়ামী লীগের বিশাল মিছিল দেখে সেনাবাহিনীর গাড়ি চলে যাওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Street Conversation – Facebook Post
- offline12a17 – Tiktok Post
- Rumor Scanner’s analysis





আপনার মতামত লিখুন :