১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে ‘মধ্যে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেত্রীরা প্রকাশ্যে মিছিল করেন’ দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেত্রীদের মিছিলের নয়, এমনকি ছবিটিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও নয়। প্রকৃতপক্ষে, সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে গত ০৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছিল শিক্ষার্থীরা। সেই মিছিলের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে গত ১০ মার্চ “সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চবিতে মশাল মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

কালবেলার প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৯ মার্চ সন্ধ্যায় সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর কাটাপাহাড়, শহীদ মিনার, প্রীতিলতা হল, হতাশার মোড়, বউ বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ওই সময় প্রায় ঘণ্টাখানেক প্রধান ফটক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল আরেকটি জাতীয় দৈনিক যুগান্তর।
পাশাপাশি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত মার্চ মাসে সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চবি শিক্ষার্থীদের মশাল মিছিলের ছবিকে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।





আপনার মতামত লিখুন :