সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে দাবিতে ইন্টারনেটে একটি গুঞ্জন ছড়িয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে জামায়াতের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে বাসে আগুনের ঘটনাকে জড়িয়ে ইন্টারনেটে গণমাধ্যমের নামে একাধিক ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

কালের কণ্ঠ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- ‘জামাতের পরোয়ারের সাথে জাতীয় পার্টির শামীম পাটোয়ারীর বৈঠক।’
আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয়- ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াত ও জাতীয় পার্টির গোপন বৈঠকের পরই শুরু হয় বাসে আগুন’।
আমার দেশ এর ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়- ‘বাসে আগুন দিচ্ছে বিএনপি, দোষ চাপাচ্ছে আওয়ামীলীগের উপর: পরোয়ার’।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমার দেশ এবং কালের কণ্ঠ এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া, লকডাউনে বাসে আগুন ইস্যুতে মিয়া গোলাম পরওয়ারও বিএনপিকে জড়িয়ে উল্লেখিত মন্তব্যটি করেননি।। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যম দুটির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ফটোকার্ড যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালের কণ্ঠ এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১০ নভেম্বর, ২০২৫ লেখা উল্লেখ পাওয়া যায়।
উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। কালের কণ্ঠ এর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সাধারণত গণমাধ্যমটির ফটোকার্ডগুলোর শিরোনামের শেষে দাঁড়ি(।) দেওয়া হয়না। তবে আলোচিত ফটোকার্ডের শিরোনামের শেষে দাঁড়ি(।) রয়েছে।
ফটোকার্ড যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১১ নভেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব উক্ত দাবি সমর্থিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা গ্রহণযোগ্য সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
ফটোকার্ড যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধান শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার আমার দেশ এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১১ নভেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়।
উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১১ নভেম্বর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আলোচিত ফটোকার্ডটিকে ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটির ফেসবুক পেজে ১১ নভেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে এ বিষয়ে পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সচেতন থাকারও অনুরোধ করা হয়।
পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে বাসে আগুন ইস্যুতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিকে জড়িয়ে আমার দেশ এবং কালের কণ্ঠ এর নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh- Facebook Page
- Daily Amar Desh- Website
- Daily Amar Desh- YouTube
- Daily Amar Desh- Facebook Post
- Kalerkantho – Facebook Page
- Kalerkantho – Website
- Kalerkantho – YouTube
- Jamaat e Islami- জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির মধ্যে গোপন বৈঠকের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন





আপনার মতামত লিখুন :