নির্বাচন ২০২৬ সালে হওয়ার সম্ভাবনা নেই শীর্ষক মন্তব্য করেননি ড. ইউনূস, ভুয়া ফটোকার্ড প্রচার


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৫:৪৭ পূর্বাহ্ন | 746
নির্বাচন ২০২৬ সালে হওয়ার সম্ভাবনা নেই শীর্ষক মন্তব্য করেননি ড. ইউনূস, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় নির্বাচন ২০২৬শে হওয়ার সম্ভাবনা নেই।’- এমন মন্তব্য করেছেন দাবি করে জাতীয় দৈনিক কালবেলার লোগোসহ একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় নির্বাচন ২০২৬ এ হওয়ার সম্ভাবনা নেই।’ শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে কালবেলাও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক কালবেলার লোগো এবং তারিখ হিসেবে ১১ নভেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এর সূত্র ধরে অনুসন্ধানে কালবেলার ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি কালবেলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায়। তাছাড়া, ফটোকার্ডটির একাধিক বানানেও ভুল রয়েছে। যেমন, প্রধান উপদেষ্টা বানান লেখা হয়েছে ‘প্রধান উপদেষ্ট’। আবার, ড. বানান লেখা হয়েছে ‘ডাঃ’। মূল ধারার গণমাধ্যমে সাধারণত এমন ভুল বানানের ব্যবহার দেখা যায় না।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘জাতীয় নির্বাচন ২০২৬শে হওয়ার সম্ভাবনা নেই।’ প্রধান উপদেষ্ট ডা: মোহাম্মদ ইউনুস’ শীর্ষক তথ্যে বা শিরোনামে কালবেলার নাম-লোগো ব্যবহার করে প্রচার হওয়া ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis

আর্কাইভস

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031